অসমাপ্ত ভালোবাসা
মোহাঃ বেলালউদ্দিন মন্ডল
মনের অন্তরের মাঝে রয়েছে
অসীম ভালোবাসা।
হৃদয়হীন মানুষ বোঝেনা কভু
হৃদয়ের ব্যাকুলতা।
একটু অবহেলা দেখে ভাবে
সবই পরিহাস জীবনের ব্যাকুলতা।
স্মৃতির পাতায় জুড়ে রাখে
দুঃখের দিনগুলি
কখনো একটু দুঃখে
স্মৃতির পাতা থেকে তুলে আনে
ঐ দুঃখের দিন গুলি
বাড়ায় দুঃখ হৃদয় মাঝে।
গোপনে হৃদয় পোড়ায় নিজ আগুনে
চোখের অশ্রু ঝরিয়ে নিভেনা আগুন
এতো ভালোবাসার আগুন।
কখনো আনন্দ কখনো দুঃখ
কখনো হাসি কখনো কান্না
জ্বলতে থাকে মৃত্যু অবধি।
ভালোবাসার নেই কোনো সমাপ্ত
তাই অসমাপ্ত ভালোবাসা।
আনন্দ যেমন দুঃখ তেমনি
যেমন করে করিবে তার ব্যবহার।
( অাপনি কি কবিতা / সাহিত্য লিখতে ভালোবাসেন , তবে অাজই পাঠিয়ে দিন অাপনার লেখা কবিতা / সাহিত্য বাংলা এক্সপ্রেসে । বাংলা এক্সপ্রেস সমস্ত বিশ্বে অাপনার লেখাকে প্রকাশিত করবে এবং সম্পূর্ন বিনামূল্যে । অামাদের উদ্দেশ্য বাংলার প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া । লেখা পাঠানোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )
Auto Amazon Links: No products found.