শব্দ !…


রবিবার,১৫/১০/২০১৭
950

শব্দ !…

সিসি টিভির পর্দায়,
স্বপ্নেরা ভেসে বেড়ায় !
আলো-নেভা আঁধারে,
শব্দ জাগে শূন্যতায় !

চিলেকোঠার চাল চুঁয়ে
নামে মধুবনী কান্না !
ভিজে পাথরের ফাঁকে
ঝরে তন্বী ঝর্ণা !…
ঝাউবনে হাওয়া
খুলে নিরালায়,
নৌকোর পায়ে জল
তোড়া বাজায় !
জন্মান্তরের রাত গায়
শেষ ভিক্ষুকের গান
নব নালন্দায় !…
তুমি কাকে গাও বাঁশি ?
রাতবাসে মন্দবেসে
জ্বালা ধরায় যে সর্বনাশী ?!

এক সালতি সময় ফিরে,
মুমূর্ষু হাপর বাজে
শ্মশানের করিডরে !
আশা ঘিরে স্বপ্ননীলে,
শব্দ-চোর প্রেম বাজে
প্রাণের খেলাঘরে !

…….রক্তকরবী ।।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট