সারগাছি মিশনে রঙবেরঙের পাখি


রবিবার,১৫/১০/২০১৭
980

নিজস্ব সংবাদদাতা-মুর্শিদাবাদ: আমরা জানি ছেলে মেয়েরা পশু পক্ষী ও জীব জন্তু দেখতে ভালই বসে তাই কলকাতার আলিপুর চিড়েখানায় বিভিন্ন পশু পাখি দেখা যায় তাই দেখার জন্য ছেলে মেয়ে ও মানুষের ভিড় দেখা দেয় অনেক আবার পশু ও পাখির প্রতি অটুট ভালোবাসা থাকে তাই তার টানে ছুটে যায় দেখার কারনে।তেমনি সারগাছি মিশনে দেখা যায় বিভিন্ন ধরনের পাখি । তা দেখার জন্য ছেলে মেয়ে দের বেশ ভিড় দেখা যায়। আমরা জানি সারগাছি মিশন ছেলে দের পড়াশুনা করানোর জন্য বেশ সুনাম রয়েছে বিভিন্ন স্থানে সঙ্গে সারগাছি মিশনের প্রাকৃতিক পরিবেশ অতীব মনরোম তাই মুসলিম ছেলে মেয়েরাও ঈদ ও কুরবানী উৎসবের সময় আকৃষ্ট হয়ে চলে আসে এই সুন্দর সারগাছি মিশনের পরিবেশে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট