রাজারহাটের হরে কৃষ্ণ স্মৃতি পল্লি সংস্থার ৫০তম বর্ষের পূজা উদ্বোধন


মঙ্গলবার,১৭/১০/২০১৭
1694

সত্য‌জিত মন্ডল, রাজারহাট: রাজারহাটের হরে কৃষ্ণ স্মৃতি পল্লি সংস্থার ৫০তম বর্ষের পূজা উদ্বোধন হলো আজ। রাজ্যের মাননীয় সাংসদ বিধায়ক দের উজ্জ্বল উপস্থিতি তে শুভ উদ্বোধন সমাপন হয়। সংস্থার কর্ণধার এবং রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর মহাশয় অনুষ্ঠানটির পৌরোহিত্য করেন। বিধায়ক পু‌র্নেন্দু বসু, সভ্যসাচ‌ী দত্ত , অভিনেত্রী মিমি চক্রবর্তী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট