মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল : দরিদ্র ছেলে মেয়েদের পড়াশুনা করা ছিলো খুব মুশকিলের এক সময় আর দূরের ছেলে মেয়েদের আর ও কঠিন যাদের বাড়ি স্কুল থেকে দূরে আসা যাওয়া করা ছিলো খুব কঠিন কেননা তারা কেউ সাইকেল কিনতে পারতোনা ।তাই শিক্ষার্থীদের দুরের পথ থেকে খুব সহজেই স্কুলে যাতায়াতের জন্য রাজ্য সরকার সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে রাজ্যের শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ করে আসছেন, আজ সেই প্রকল্প থেকে বাদ গেলনা বেলডাঙ্গা থানার ঝুনকা হাই মাদ্রাসাতে । আজ দুপুর ১১:৩০ থেকে শুরু হয় সাইকেল বিতরণ। ঝুনকা হাই মাদ্রাসার দশম শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল দেওয়া হলো। দশম শ্রেণীর ছাত্রীদের সংখ্যা প্রায দুটি বিভাগমিলে প্রায় ৩০০ জন , তাছাড়া নবম শ্রেণীর ছাত্রী ও ছাত্রকে দেওয়া হবে বলে জানা গেলো।শিক্ষার্থীরা সাইকেল নিয়ে খুব খুশি , তারা কেউ কেউ নতুন সাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা দেয়, আবার কেউ কেউ রাস্তা অনেক দূরে হওয়ার জন্য গাড়িতে করে সাইকেল নিয়ে হাসিমুখে বাড়ির দিকে রওনা দেয়।
Auto Amazon Links: No products found.