মহুলা NH৩৪ এর পাশে উল্টে ‌গে‌লো পাথর ভর্তি ট্রাক


বৃহস্পতিবার,২৬/১০/২০১৭
731

মোহাঃ বেলালউদ্দিন মন্ডল-মুর্শিদাবাদ: রাস্তা যতই ছোট হবে ততই রাস্তার জ্যাম দেখে দিবে সেই কারণে রাস্তা সম্প্রসারণ করা শুরু হয়েছে পুরো দমে তবে কোথাও কোথাও কাজের গতি একটু ধীরে চলছে সেই মত ভাবতা মহুলা সারগাছি NH৩৪ রাস্তার পাশের দোকান বাজার বাড়ি ভেঙে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে এখন যাতে রাস্তাটি বাড়ানো যায় আর দুর্ঘটনা ও এড়ানো যায় তবে কাজ এখন অনেক বাকি রয়েছে। কাজের গতি অতি মন্থর বা ধীরে ধীরে চলছে। ঠিক এই সময় একটি পাথর ভর্তি ট্রাক বহরমপুর থেকে বেলডাঙ্গার দিকে যাচ্ছিলো ভোর তিনটের সময় রাস্তার পাশের অংশ বেশ প্রয়োজনের তুলনায় বেশি গভীর সেই কারণে ট্রাকের টায়ার নিচে নেমে যায় সেই সেই সময় ট্রাকটি উল্টে যায় । তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি । আর সিভিক পুলিশ এর মুখ থেকে পাওয়া গিয়েছে দুপুরের দিকেগাড়ির জন্য কেউ খবর নিতে আসেনি তাই দীর্ঘ কখন রাস্তার পাশে পড়ে রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট