সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: ভাঙড় ২ নং ব্লকে চার দিন ধরে চলা নোনা জলে মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখছেন পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। উপস্থিত রয়েছেন প্রাণী ও মৎসের কর্মাধ্যক্ষ ওদুদ মোল্লা এবং কৃষির কর্মাধ্যক্ষ আব্দুর রহিম।
প্রশিক্ষণ শিবিরে কিভাবে নোনা জলে মাছ চাষ করতে হয় তার খুঁটিনাটি আলোচনায় উঠে আসে। চাষের জন্য কিভাবে এবং কোথা থেকে ৠণ পাওয়া যায় তা নিয়েও আলোচনা করা হয়।
মৎসের কর্মাধ্যক্ষ অদুদ মোল্লা বলেন,মাছ চাষীদের যেকোন প্রকার সহযোগীতা করতে আমরা প্রস্তুত। আপনরা আসুন যে কোন সমস্যা নিয়ে আমাদের মৎস দপ্তরে যোগাযোগ করুন।
Auto Amazon Links: No products found.