জীবনানন্দের প্রতি


সোমবার,৩০/১০/২০১৭
802

জীবনানন্দের প্রতি !..

‘কার্তিকের মাসে’…
শিশির ভেজা ঘাসে
কিংবা দারুচিনি দ্বীপে
বালির ‘পরে জ্যোৎস্নায়,
তুমি নেই বিমূর্ত কায়ায় !

এখনও সমুদ্র সফেন
নাবিকের শেষ নিঃশ্বাসে !
এখনও দামাম বাজে,
রণ রক্ত অবিশ্বাসে !
এখনও হলুদ নদী
ভরে শুশ্রূষার জল,
সভ্যতার সিংহ দুয়ারে
এখনও ধর্ষিতার রোল !

গোধূলির গোলাপী আলোয়
কালের স্থবির চেতনায়…
স্রষ্টা তুমি, ‘বনলতা সেন’
মিশে গেছো নীরবে…
কল্লোলিনীর ছন্দহীন চাকায়
মিটিয়ে জীবনের সব লেনদেন !

…….রক্তকরবী ।।

[ কবির প্রয়াণ দিনে
আমার ভাবনা…]

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট