কর্ম


সোমবার,০৬/১১/২০১৭
1239

কর্ম
মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল

দূর হতে দূরে চেয়ে আছে
ঐ দূর প্রান্তের দিকে
নদীর এপার হতে ওপরের দিকে
সকল সুখ সকল সুবিধা রয়েছে ওপারে।
দূর প্রান্তের আলো মিটমিট করে
ভাবে ঐ দূরে অধিক আলো প্রদান করে।
দূর নীল আকাশ মিশেছে মাটির প্রান্তে
তবে এগিয়ে দেখি দূরে আরো দূরে।
মরুভূমির মরীচিকার মত করে


দূরে আরো দূরে জলের মত করে ঝিকিমিকি করে।
রাজনৈতিক পাটি থেকে সকল কাজে
আশার আলো প্রজ্বলিত মিটমিট করে জ্বলে।
সকল কাজ দূর হতে ভালো আরো ভালো লাগে।
তবে পরিশ্রম বিনা কোথাও
সুখ সম্মান রইবেনা তোমার কাছে।
দূর আর নিকটের আলো সমমানের
নদীর এপার ওপার সমমানের।
কর্মই সম্মান সুখ যোগায়
সকল স্তরে।

( অাপ‌নি কি ক‌বিতা / সা‌হিত্য লিখ‌তে ভা‌লোবা‌সেন , ত‌বে অাজই প‌া‌ঠি‌য়ে দিন অাপনার লেখা ক‌বিতা / সা‌হিত্য বাংলা এক্স‌প্রেসে । বাংলা এক্স‌প্রেস সমস্ত বি‌শ্বে অাপনার লেখা‌কে প্রকা‌শিত কর‌বে এবং সম্পূর্ন বিনামূ‌ল্যে । অামা‌দের উদ্দেশ্য বাংলার প্র‌তিভা‌কে সারা বি‌শ্বে ছ‌ড়ি‌য়ে দেওয়া । লেখা পাঠা‌নোর ঠিকানা :
mailbanglaexpress[at]gmail[dot]com
Whatsapp : 9733377444 )

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট