তৃনমুল কংগ্রেসের কালাদিবস পালন বহরমপুর টেক্সটাইল মোড়ে


বুধবার,০৮/১১/২০১৭
944

নিজস্ব সংবাদদাতা- মুর্শিদাবাদ: আজ চারিদিকে মিছিল আর মিছিল সেই মতো আজ বহরমপুর টেক্সটাইল মোড়ে তৃনমুল কংগ্রেসের কালাদিবস পালন। নোট বন্দি আজ এক বছর পূর্ন হলো তাই সাধারণ মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করলো তৃনমুল কংগ্রেস যে তাদের কি পরিমান ক্ষতি হয়েছে ।আরো তুলে ধরলো চেষ্টা করলো পুরানো কথা গুলো যে একবছরে পদার্পণ করল সাবকা সাথ সাবকা বিকাসের স্লোগান দিয়ে ক্ষমতায় আসা মদি সরকারের ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত নোট বন্দি। ২০১৬ সালের নভেম্বর মাসের আজকের রাতেই একদম ঘটা করে দেশের আম জনতা কে বিকাশের অনেক গল্প শুনিয়ে ঘোষনা করা হয়েছিলো নোট বন্দির তুঘলকি সিদ্ধান্ত। সাধারণ মানুষও প্রথমদিকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও যখন ব্যাংকের সামনে ১০বছরের নাবালক থেকে ৯০বছরের আবাল বৃদ্ধা যখন প্রখর রৌদ্রে লম্বা লাইনে দাঁড়িয়ে অনেকেই মৃতুর কোলে ঢলে পড়ে তখনি মানুষ বুঝে যাই কোন ভুলকে আমরা সাধুবাদ জানিয়েছি।

এই নোট বন্দির গেরোই পড়ে প্রান গিয়েছে ১০০ অধিক। ক্ষতির হিসাব তো সাধারণ মানুষ প্রতি পদে পদে ভুক্তভোগী। বিশিষ্ট অর্থনিতিবিদ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে থেকে তাবড় অর্থনিতিবিদরা এর কুফল ও সিদ্ধান্ত যে ভুল ছিলো দ্যারথহীন ভাষাই ঘোষণা কোরলেও এখনো মোদি সরকার ভুলের ঢোক গিলতে পারছেনা।আজকে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সংঘটন এই কালা সিদ্ধান্তের প্রতিবাদ পথে নেমে শুরু করেছেন। আজকে বহরমপুর টেক্সটাইল মোড়ে তৃনমুল কংগ্রেসের কালা দিবস পালন । উপস্থিত ছিলেন বিভিন্ন নেতা নেতৃবৃন্দ ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট