ইতিহাস


বুধবার,০৮/১১/২০১৭
1116

ইতিহাস !…

সূর্যটার আলো মুছে আঁচলে,
সীমন্তিনী সিঁদুর ঢালে
পাহাড়ের ঢালে !…
সাঁঝঘেরা সাঁঝের আঁধারে
বাঁশি বাজে ভৈরবী সুরে,
দীপ জ্বলে আর্টিমিস মন্দিরে !

কালের ভাঁজে কাঁটা মুড়ে
প্রাণ জাগে এফেসুস ফসিলে !
মায়া কাজলে চোখ ঢেকে
সীমন্তিনী আলো জ্বালে
হারমিসের সোহাগ ঘরে,
বাঁশি বাজে আর্টিমিস মন্দিরে !

আমি আগন্তুক !
কালের সোমরস পান করে
তোমাকে প্রাণপণে খুঁজি
খোলা পাতা ইতিহাস !
সীমন্তিনীর বুকের ভাঁজে
প্রেমমাখা আগামী ভোরে,
বীণা বাজে আর্টিমিস মন্দিরে !

……রক্তকরবী ।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট