লীরা


বুধবার,০৮/১১/২০১৭
1591

‘লীরা’ !…

সোনাঝরা সোনালী আলোয়
পাথুরে ফলকে যীশু জন্মায় !
তাপ কমে, তাপ বাড়ে জঠরে,
সবুজ পেয়ালায় প্রাণ ঢেলে
সুখের আয়ন ভাসে ইথারে !

দু’চোখে আলো জ্বেলে গুহাবোধে,
লীরা ছবি আঁকে পোর্সিলেনে
টার্কয়েজ ব্লু এর রূপটানে !
মানুষ, প্রকৃতি, গন্ধ-যূঁই এর লতা,
মাটি চাপা পাথরের বুক চিরে
নীল রক্তের জান্তব কথা !

রেশমী পাঁজরে মন মুড়ে,
লীরা বেসাতি করে…
এক মুঠো আগুন,
এক মুঠো পবিত্রতা !
পাথরের গানে লীরা শোনে
লাফদড়ির এপারে আঁধার
ওপারে আলোর সভ্যতা !

‘লীরা’ এক মুদ্রার নাম,
‘লীরা’ এক চিহ্নের নাম !

……রক্তকরবী ।।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট