মোহাঃ বেলালউদ্দিন মন্ডল ,বেলডাঙ্গা মুর্শিদাবাদ : মহরমের ৪০ দিন পরে পরে বিভিন্ন অঞ্চলে বহু পূর্বে থেকে চাল লিসার লাঠি খেলা চলে আসছে। যাতে সাধারণ মানুষের বেশ উৎসাহ ছিলো ভালোই ,কিন্তু দিন দিন কিছু মানুষ এই সুন্দর খেলাটির মধ্যে মদ পান করে খেলতে শুরু করলো সেই দেখে বিভিন্ন গ্রামের মাওলানা ও বুদ্ধি জীবীরা আলোচনা করে এই খেলা বন্ধ করে দিয়েছে যেমন ভাবতা ঝুনকার মত গ্রাম গুলিতে ।কিন্ত গঙ্গাপুর ও শঙ্কর পাড়াতে বেশ উৎ সাহের সহিত এই খেলা পরিচালনা করলো।
Auto Amazon Links: No products found.