মুর্শিদাবাদ তৃনমুল কংগ্রেসের সভাপতি বিদায় নিলেন ধরণী থেকে চির তরে


বুধবার,১৫/১১/২০১৭
842

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ : মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস অভিভাবক সভাপতি জনাব মান্নান হোসেন মহাশয় বিদায় নিলেন ধরণী থেকে চির তরে । গত ১৪-১১-২০১৭ তারিক মঙ্গলবার বিকেল ৪.২৫ এ কলকাতার বেলভিউ নার্সিংহোমে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। রাতে কলকাতা থেকে তাঁর মৃতদেহ আনার কথা । ১৫ -১১-২০১৭ তারিখ বেলা দশটায় পার্টি অফিসে মৃত দেহ আনা হবে এবং বেলা ১টার সময় পারিবারিক কবরস্থানে তাঁর দেহ সমাহিত করা হবে জানা যায়। মৃত কালে বয়স ৬৫ হয়েছিলো জানা যায়।উনার দুই স্ত্রী ও দুই ছেলে ও দুই মেয়ে আর ছেলে ও মেয়ে উভয়ের বিবাহ হয়ে গেছে ,এক ছেলে সৌমিক হোসেন ডোমকল এর চেয়ারম্যান তৃনমুল কংগ্রেসের যুব সাধারণ সম্পাদক ও রাজীব হোসেন লালবাগ তৃনমুল কংগ্রেসের সভাপতি।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

মান্নান হোসেন দীর্ঘদিন ধরে কংগ্রেস পাটি করে এসেছিলেন ছাত্র পরিষদ থেকে শুরু করে আব্দুর সাত্তারের নজরে আসেন পরে জেলা পরিষদ থেকে MP হয়েছিলেন কিন্তু পরে তিনি বদরুজা র কাছে হেরে যান , পরে তিনি তৃনমুল কংগ্রেসের জেলার সভাপতি হন আর তার পর থেকে মুর্শিদাবাদ তৃনমুল পাটির রথযাত্রা শুরু ,চারিদিকে তৃনমুল পার্টি ছড়িয়ে পড়ে ।আর ও কথা প্রয়াত মানুষটি প্রাথমিক স্কুল থেকে অবসর নিয়েছেন ,আর কিডনি অপারেশন করার কারনে অব্যাহতি চেয়ে ছিলেন । এখন তিনি চিরতরে অব্যাহতি পেয়ে গেলেন চলে গেলেন দুনিয়াহতে । তবে তিনার ফাঁকা স্থানটি এখন কার দ্বারা পূর্ন করার চেষ্টা করবে তৃনমুল কংগ্রেস সেটা সময় বলে দেবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট