সৌমিক হোসেন ও রাজীব হোসেন কে সমবেদনা জানাতে উপস্থিত বহরমপুরের খাগড়া ঘাটের বাড়িতে অভিষেক ব্যানার্জি


রবিবার,১৯/১১/২০১৭
659

মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল, মুর্শিদাবাদ: মান্নান হোসেন ছিলেন তৃনমুল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলার সভাপিত ,বর্তমানে তিনি আর  নেই , তাই তার পরিবার সহ তৃনমুল কংগ্রেসের শোখের ছায়া । এই সঙ্গে তার ফাঁকা স্থান পূর্ন করা চেষ্টা তে সভাপতি করেছেন সুব্রত সাহাকে । আর কার্যকরী সভাপতি সৌমিক হোসেন ও জাকির হোসেন কে । তবে দুঃখের বেদনা মনে রয়েছে সৌমিক হোসেন ও রাজীব হোসেন এর মনে ,বাবা হারানো দুঃখ যেটা সকল মানুষের থেকে থাকে যখন তাদের বাবা হারান। আর এই দুঃখের মধ্যে থাকা সৌমিক হোসেন ও রাজীব হোসেন কে সমবেদনা জানাতে হাজির হয়ে গেলেন অভিষেক ব্যানার্জী । তবে কোনো পাতিগত ভাবে নয় একজন পাশে থাকা সাথীর মত করে। তবে সেই সঙ্গে সকল তৃনমুল কংগ্রেসের নেতা ও নেত্রী গনেরা ও সামিল হয়েছিলেন দলে দলে তিনার সঙ্গে সাথ দিতে, মুর্শিদাবাদের সকল ব্লকের নেতা ও নেত্রী আসার চেষ্টা করেছিলেন সেই কারনে ভিড় দেখা দিয়েছিলো চোখে পড়ার মত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট