সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: ভাঙড়ের ছেলেগোয়ালিয়ায় ইসলামিক সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় শীতবস্ত্র ও মশারি বিতরণ করা হল। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ভাঙড় কেজিএন একাডেমির কর্ণধার কাজী আবু সাঈদ সাহেব।উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের ভাঙড় শাখার সম্পাদক মাওলানা বাকিবিল্লা সাহেব।সাইদ সাহেব ও বাকিবিল্লা সাহেব উভয়েই সমাজ কল্যাণ সমিতির উদ্যোগ কে সাধুবাদ জানান।[amazon_link asins=’B01G7EB0TM’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’d97296b4-d8c2-11e7-b6ae-bd0de96fbb41′]
ইসলামিক সমাজ কল্যাণ সমিতির কর্ণধার শিক্ষক মেকাইল মোল্লা বলেন আমাদের সমাজে আজ ও অসহায় ব্যাক্তিদের ভাল শীত বস্ত্র জোটেনা।তাই সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা শীত বস্ত্র বিতরণের উদ্যোগ নেই।মশারি বিতরণ সম্পর্কে তিনি বলেন গোটা বাংলাজুড়ে ডেঙ্গির থাবা। বাদ যায়নি দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় ও।প্রায় ২০ জন ব্যাক্তি ডেঙ্গি আক্রান্ত হয়ে প্রাণ হারান হারান বলে ভাঙড়ের মানুষের অভিযোগ ছিল। এর মধ্যে ছেলেগোয়ালিয়া গ্রামেই মারা যান ৩ জন। এমন পরিস্থিতিতে আমাদের এই মশারি বিতরণের উদ্যোগ।
Auto Amazon Links: No products found.