ট্যাক্টরের যুগে গুরুত্ব কমলেও হারিয়ে যাইনি বলদে টানা লাঙল


বুধবার,০৬/১২/২০১৭
1150

সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়: যন্ত্রের ব্যাবহার কৃষিক্ষেত্রে এনে দিয়েছে আমুল পরিবর্তন জমি উর্বর থেকে ফসল কাটা কিংম্বা বীজ বপন সব ক্ষেত্রেই যন্ত্রের দাপাদাপি। ফসল ফলানোর জন্য প্রথমেই প্রয়োজন উর্বর জমি। জমি উর্বর করতে দরকার লাঙলের। একটা সময় লাঙল দেওয়ার জন্য একমাত্র উপায় ছিল বলদেটানা লাঙল।এই সেদিন ও বলদেটানা লাঙলের কোন বিকল্প ছিলনা। সময় বদলেছে, বদলাচ্ছে সভ্যতা। কৃষিক্ষেত্র ও তার ব্যাতিক্রম নয়।[amazon_link asins=’B01M26NFPU’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’409fc408-da8f-11e7-adeb-a7135be59b3b’]বর্তমানে যন্ত্রের সাহায্যে অতি সহজেই ফসল ফলানো সম্ভব হচ্ছে। স্বাভাবিক কারণেই তাই চাষী ভাইরা সাদরে গ্রহণ করে নিয়েছেন কৃষি যন্ত্রপাতি।গুরুত্ব কমেছে বলদেটানা লাঙলের। তাও এখনও হারিয়ে যেতে হয়নি।হয়ত হারাবেও না। কারণ জমি চষা না হয় হল কিন্তু মই দেবে কে? জমি সমান করতে তো আর পারবেনা ট্রাক্টর। জমিতে মই দিতে অর্থাৎ জমি সমান করতে আজ ও প্রয়োজন বলদেটানা লাঙলের।তাছাড়া দূর্গম এলাকায়, যেখানে ট্যাক্টর দিয়ে লাঙল দেওয়া সম্ভব নয় সেখানে তো ভর্ষা বলদেটানা লাঙল।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট