ফোকাস


বৃহস্পতিবার,০৭/১২/২০১৭
1783

॥ ফোকাস ॥

বিশ্বাসী আলোয়…
লেন্সটা ফোকাস করো
এখানে, ঠিক এখানে
আমার বুকের পাঁজরে।
একটা নদী ছিল যেখানে,
সুখ দুঃখ আনন্দের ধারা ।
বিষ দাঁত ভাঙা প্রত্যাখ্যানে
পড়ে আছি প্রেমহীন চরে ।
অভিসারী ছটার ওমে,
জাগাও এক লহর প্রাণ ।

শর্তহীন ভালোবাসায়…
লেন্সটা ফোকাস করো
এখানে, ঠিক এখানে
আমার প্রতিবাদী মনে ।
অভিমানী খোলস ছেড়ে
ছোবল মারি পাথরে
সাপ খেলানো সুরে ।
মৃত জড়ের জঠরে…
কবিতা জাগে বৈকুন্ঠ বাগানে ।

লেন্সটা ফোকাস করো
এখানে, ঠিক এখানে
আমার খুশীর পদ্মবনে !

…….রক্তকরবী ॥

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট