ডিজিটাল ডেক্স: মুর্শিদাবাদ জেলা তৃনমুল যুব কংগ্রেসের ডাকে রাজস্থানের কর্মরত আফরাজুলকে হত্যার প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল । মিছিলে উপস্থিতছিলেন জেলা সভাপতি সুব্রতসাহা ডোমকোলের পৌরপিতা সৌমিক হোসেন ,আমিরুল ইসলাম বিধায়ক জেলা যুব সভাপতি মাসুদ করিম এছাড়াও বিভিন্ন নেতা নেতৃবিন্দু সঙ্গে বহু তৃনমুল কর্মীবিন্দু ।আজ বেশ বৃষ্টি পড়ছিলো তবুও এই মিছিলে মানুষের ভিড় ছিলো অধিক। এই মিছিলের মূল কথা ছিলো হত্যায় অভিযুক্ত দের দ্রুত শাস্তি চাই। এই মিছিল শুরু হয় বহরমপুরের ভৈরবতলা মাঠ থেকে ।
মুর্শিদাবাদ জেলা তৃনমুল যুব কংগ্রেসের ডাকে রাজস্থানের কর্মরত আফরাজুলকে হত্যার প্রতিবাদে বিজেপি সরকারের বিরুদ্ধে ধিক্কার মিছিল
রবিবার,১০/১২/২০১৭
572