সাকিবকে দলপতি করলো বাংলাদেশ


রবিবার,১০/১২/২০১৭
1177

আফনান: বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান। টেস্ট দলে মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হলেন তিনি। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় টেস্ট দলের সহ–অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। এত দিন এ দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। তাঁকে বানানো হয়েছে টি-টোয়েন্টি দলের সহ–অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা কে ওয়ানডে অধিনায়ক হিসেবেই রাখা হয়েছে।

বিসিবি প্রধান নাজমুল হোসেন জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুশফিকের সঙ্গেও ব্যাপারটি নিয়ে নাকি আলোচনা হয়েছে।

গত এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময় টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সিরিজের পরপরই সাকিবকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল বোর্ড। [amazon_link asins=’B00PLRZSDG’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’c85cc6cf-ddb2-11e7-83d5-0150a5add515′]২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। ২০১৪ সালে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল মাশরাফির কাঁধে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট