সাকিবকে দলপতি করলো বাংলাদেশ


রবিবার,১০/১২/২০১৭
1076

আফনান: বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান। টেস্ট দলে মুশফিকুর রহিমের স্থলাভিষিক্ত হলেন তিনি। রবিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। সভায় টেস্ট দলের সহ–অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। এত দিন এ দায়িত্ব পালন করছিলেন তামিম ইকবাল। তাঁকে বানানো হয়েছে টি-টোয়েন্টি দলের সহ–অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা কে ওয়ানডে অধিনায়ক হিসেবেই রাখা হয়েছে।

বিসিবি প্রধান নাজমুল হোসেন জানিয়েছেন, সবার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুশফিকের সঙ্গেও ব্যাপারটি নিয়ে নাকি আলোচনা হয়েছে।

গত এপ্রিলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের সময় টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। সিরিজের পরপরই সাকিবকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল বোর্ড। [amazon_link asins=’B00PLRZSDG’ template=’ProductAd’ store=’technosmart0f-21′ marketplace=’IN’ link_id=’c85cc6cf-ddb2-11e7-83d5-0150a5add515′]২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পেয়েছিলেন মুশফিকুর রহিম। ২০১৪ সালে সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল মাশরাফির কাঁধে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট