সান্টার আগমন


শুক্রবার,১৫/১২/২০১৭
2393

শুভ বিশ্বাস: বাইরে উত্তরে হিমেল হাওয়া,বাড়ছে শীতের পারদ,সাথে আসছে ডিসেম্বর মাসের সবথেকে বড় উৎসব বড়দিন। বড়দিন মানেই সান্টাক্লজ আর হরেক রকমের কেক।বড়দিন এলেই যে ছবিটি খুব সহজেই আমাদের চোখে ভেসে আসে, তিনি হলেন সান্টাক্লজ, যার নামটা শুনলেই কল্পনায় আসে তুষার শুভ্র দাঁড়ি গোঁফ ওয়ালা মোটাসোটা এক ব্যক্তির ছবি।তাঁর পরনে সাদা কলার কাফ বিশিষ্ট, লাল রাঙের পশমিকোর্ট আর ট্রাউজার, মাথায় সাদা রঙ এর বর্ডার দেওয়া লাল রঙ এর টুপি, কোমড়ে চামড়া কালোবেল্ট, পায়ে বুট জুতো, কাঁধে ঝোলা। যিনি পাশ্চাত্য সংস্কৃতির এক কিংবদন্তি চরিত্র। যিনি বিশ্বের সমস্ত শিশুদের জন্য চকোলেট ও খেলনাসহ ভিভিন্ন ধরনের উপহার নিয়ে যান, বড়দিনের রাতে।যার উপহার পেয়ে শিশুরা আহ্লাদে আটখানা।ছোট ছোট শিশুদের কাছে সে বড় প্রিয়। তার ঝুলিতে থাকে নানা ধরনের উপহার। তবে এই সান্তাক্লজ ঘিরে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। তবে যাই হোক শিশুদের কল্পনার জগতে তিনি সর্ব্দাই বিরাজ করেন। তাই গোটা বিশ্বের শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন সান্টাক্লজ আসবে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট