জাতীয় পুষ্টি মিশনের খাবার পেতে শিশুদের আধার কার্ড বাধ্যতামূলক


শনিবার,২৩/১২/২০১৭
884

নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী বীরেন্দ্র কুমার বলেছেন, এখন থেকে কেন্দ্রের জাতীয় পুষ্টি মিশনের আওতায় খাবার পেতে গেলে শিশুদের আধার কার্ড লাগবে। বর্তমানে যে সব ছেলেমেয়েদের আধার কার্ড নেই, সরকার নিয়োজিত কর্মীরা তাদের আধার কার্ডের ব্যবস্থা করে দেবেন। তবে কার্ড তৈরী না হওয়া পর্যন্ত অন্য পরিচয়পত্র দেখিয়ে তারা অঙ্গনওয়াড়ি পরিষেবা নিতে পারবে। শনিবার লোকসভায় এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, জাতীয় পুষ্টি মিশনের খাবার বরাদ্দে আধার অত্যাবশ্যক করার ফলে কাজকর্মে স্বচ্ছতা আসবে, বাড়বে কর্মদক্ষতা। যাঁরা এই প্রকল্পে উপকৃত হন, তারা কোন মধ্যস্থতাকারীর সাহায্য ছাড়াই সরাসরি নিজেদের প্রাপ্য পেতে পারবেন। এছাড়াও সরকারের কাজ সহজ হবে।

“এতদিন একাধিক পরিচয়পত্র দেখিয়ে পরিচয় প্রতিষ্ঠিত করতে হত। কিন্তু এখন শুধু আধার কার্ড পেশ করেই সব সরকারি সুযোগ সুবিধে পাওয়া সম্ভব।” বলছিলেন বীরেন্দ্র কুমার।

২০১৭-১৮ থেকে ২০১৯-২০-র মধ্যে দেশের অপুষ্টির সমস্যা মেটাতে জাতীয় পুষ্টি মিশনকে ৯,০৪৬.১৭ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

মন্ত্রীর দাবি করেছেন, এই মিশনে আধার চালু হলে আধার নম্বরের মাধ্যমে শিশুদের পুষ্টির মাত্রা নির্ধারণ করা যাবে এবং দেশের যে সব জায়গা অপুষ্টিতে ভুগছে তাদের খোঁজখবরও রাখা সম্ভব হবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট