টি২০ ক্রিকেটে দ্রুততম ১০ সেঞ্চুরিয়ান

তৌহিদুর রহমান আফনানঃ আধুনিক ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় সংস্করণ টি২০। কুড়ি ওভারের ম্যাচে ব্যাট বলের লড়াই দেখতে মুখিয়ে থাকেন দর্শকরা। একবিংশ শতাব্দীর এই যুগে, কে কত কম বলে সেঞ্চুরি করবে, যেন সে যুদ্ধেই ঝাপিয়ে পড়েছেন ক্রিকেটাররা। বিশ্ব ক্রিকেটে প্রতিদিনই পুরাতন রেকর্ড ভেঙে তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড।

পাঠকদের আজ পরিচয় করিয়ে দিচ্ছি টি২০ ফর্মে রেকর্ডধারী দ্রুততম ১০ সেঞ্চুরিয়ানের-

টি২০ ক্রিকেটে দ্রুততম শতরানের মালিক যৌথভাবে দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৩৫ বলে সেঞ্চুরি করে দুজনই রয়েছেন দ্রুততম দশ সেঞ্চুরিয়ানের শীর্ষে। পচেফস্ট্রোমে এ মৌসুমেই বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেন মিলার। আর গত সপ্তাহেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ইনদওরে ৩৫ বলে শতরান করে মিলারের পাশে শীর্ষস্থানে নাম লোখান রোহিত শার্মা।

দ্বিতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি। ২০১২ সালে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪৫ বলে শতরানটি করেন এই প্রোটিয়া ব্যাটসম্যান।

টি২০ ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম শতরানের মালিক দক্ষিণ আফ্রিকার ফাফ ডু’প্লেসি এবং ভারতীয় ক্রিকেটারর কেএল রাহুল। দুজনই ৪৬ বলে শতরান দুটি করেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

৪৭ বলে সেঞ্চুরি করে চতুর্থ দ্রুততম শতরানের রেকর্ড তালিকায় যৌথভাবে রয়েছেন, অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ এবং ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ফিঞ্চ ও গেইল উভয়েই শতরান করেন ইংল্যান্ডের বিরুদ্ধে।

তালিকার পঞ্চম স্থানে রয়েছেন এভিন লুইস। ভারতের বিরুদ্ধে ৪৮ বলে শতরান করেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৯ বলে শতরান করে এ তালিকার ষষ্ঠ স্থান দখল করে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।

৫০ বলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেঞ্চুরি করে তালিকার সপ্তম স্থানে রয়েছেন কিউই তারকা ক্রিকেটার ব্র্যান্ডন ম্যাকালাম।

অষ্টম স্থানে রয়েছেন প্রাক্তন কিউই অধিনায়ক ম্যাকালামই। নিউজিল্যান্ডের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ৫১ বলে শতরান করেন বাংলাদেশের বিরুদ্ধে।

৫২ বলে শতরান করে যৌথভাবে নবম স্থানে রয়েছেন আফগানিস্তানের মুহাম্মদ শাহজাদ এবং নিউজিল্যান্ডের কলিন মুনরো। জিম্বাবুয়ের বিরুদ্ধে শাহজাদ এবং বাংলাদেশের বিরুদ্ধে কলিন এই সেঞ্চুরি করেন।

তালিকার দশম স্থানে রয়েছেন এভিন লুইস। যিনি একইসাথে ৫ম স্থানেরও মালিক। কিংস্টোনে ভারতের বিরুদ্ধে ৫৩ বলে শতরান করেন লুইস।

admin

Share
Published by
admin
  • https://www.banglaexpress.in/ Ocean code:

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

1 week ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

1 week ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

1 week ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

1 week ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

1 week ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

1 week ago
https://www.banglaexpress.in/ Ocean code: