ভিন রাজ্যে ফের খুন বাংলার যুবক


মঙ্গলবার,২৬/১২/২০১৭
520

কিংকর মণ্ডল: কেরল রাজস্থানের পর এবার গুজরাট, ফের কাজের সন্ধানে গিয়ে খুন বাঙালি যুবক । মৃতের নাম মধু সরকার আলিপুরদুয়ারের নর্থ পয়েন্ট এলাকার বাসিন্দা ।

অভযোগ,ভারী বস্তু দিয়ে খুন করা হয়েছে তাকে । পরিবারের তরফে জানাগেছে ,দূরসম্পর্কের আত্মীয়ের সঙ্গে ৪ বছর আগে গুজৰাট গিয়েছিলেন । মধু ২২ বছরের তরুণ ।

গুজরাটে প্লাইউড কারখানায় কাজ করতেন । কয়েক মাস আগে নতুন কারখানায় যোগ দেন ।

গত কাল আত্মীয়র তরফ থেকে কল করে জানানো হয় মধু অসুস্থ হয়ে পড়েছে । পরে আবার জানানো হয় তাকে খুন করা হয়েছে
আঙ্কলেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । স্থানীয় পুলিশ দেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করছে, গত ১২ তারিখ কেরলে কাজ করতে গিয়ে প্রাণ হারান বাঁকুড়ার যুবক ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট