মাত্র ২০ টাকার জন্য ভাইপো কে তলোয়ার দিয়ে কুপিয়ে থেঁতলে ‘খুন’ করল কাকা


মঙ্গলবার,২৬/১২/২০১৭
917

বাংলা এক্সপ্রেস প্রতিনিধি ,বারুইপুর ; মাত্র ২০ টাকার জন্য কাকা সহ তার পরিবারের হাতে খুন হতে হল ভাইপো কে , মৃতর নাম সাহিদ আলি মণ্ডল (৩২) ।ঘটনাকে ঘিরে উত্তপ্ত বারুইপুরের সীতাকুণ্ড এলাকা।  ঘটনার পর থেকে পলাতক  কাকা ইমান আলি মণ্ডল তার ছেলে হাবিবুল্লা মণ্ডল ,আসাদুল্লা মণ্ডল সহ পরিবারের সদস্যরা । অভিযুক্তদের কড়া শাস্তি চেয়েছেন সোচ্চার এলাকার বাসিন্দারা। অভিযুক্তের বাড়িতে চলে বেপরোয়া ভাঙচুর।ঘটনার পর থেকে এলাকা থমথমে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বারুইপুরের বাসিন্দা বছর বত্রিশের শাহিদ আলি মণ্ডলের স্ত্রী স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। ওই গোষ্ঠীর কাজের জন্য শাহিদের পরিবার তাঁর কাকার পরিবারের কাছে ২০ টাকা ধার নেন বলে অভিযোগ। সেই ধার শোধ নিয়ে শুরু হয় দুই পরিবারের গণ্ডগোল। অভিযোগ,  ২২ ডিসেম্বর শাহিদের কাকা ইমান আলি মণ্ডল ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য শাহিদকে রড, তলোয়ার দিয়ে বেধড়ক মারধর করে। পাথর দিয়ে মেরে বুক থেঁতলে দেওয়া হয়।আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় নিয়ে আসা হয় শাহিদকে। গতকাল কলকাতায় তাঁর মৃত্যু হয়।খবর গ্রামে পৌছতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীদের একাংশ। ইমান আলি মণ্ডলের বাড়িতে তান্ডব চালায় উত্তেজিত জনতা ।বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনি ঘটনা স্থলে যায়।  পরিবার ও এলাকার লোকজন চাইছে অভিযুক্তদের কড়া শাস্তি । সাহিদের তিন মেয়ে ,বড় মেয়ে নবম শ্রেণিতে পড়ে প্রতিবন্ধি ।মেয়েরা বাক রুদ্ধ বাবাকে হারিয়ে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট