আবারও হকার উচ্ছেদ সল্টলেকে


বুধবার,২৭/১২/২০১৭
884

বাংলা এক্সপ্রেস,প্রতিনিধিঃআজ রাতে ফের উচ্ছেদ অভিযানে নামল বিধাননগর পৌরনিগম।  রাত আটটা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রায় পঞ্চাশটি ঝুপরি উচ্ছেদ করা হয়।  অপারেশন শানসাইনের পর এত বড় উচ্ছেদ অভিযান দেখেনি শহর কলকাতা।
অন্যদিকে বেআইনি ভাবে হকার উচ্ছেদ এর প্রতি বাদে আজ প্রায় হাজার খানেক হকার গোটা সল্টলেক জুড়ে মিছিল করে। তাদের দাবি উচ্ছেদ নয়, অবিলম্বে বিধান নগর কেন্দ্রীয় হকার আইন চালু করতে হবে । এবং তাদের পুনরায় তাদের বসতে দিতে হবে। এই দাবিতে তারা লাবনি থেকে মিছিল শুরু করে পি এন বি হয়ে বিধান নগর পৌর নিগম এর সামনে দিয়ে করুনাময়ী তে গিয়ে মিছিল শেষ করে। প্রায় হাজার খানেক হকার সল্টলেক নিউটাউন সেক্টর ফাইভ এর হকার রা যোগ দেয়।
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট