ভাঙড়ে রণক্ষেত্র; জমি রক্ষা আন্দোলনকারী-টিএমসি সংঘর্ষ


বৃহস্পতিবার,২৮/১২/২০১৭
586

নিজস্ব প্রতিবেদকঃ “আসুক পুলিশ, আসুক শাসক দল, পারলে আমাদের আঁটকাক” বুধবার এমনই হুংকার দিয়ে আজ বৃহঃস্পতিবার বাইক মিছিলের ডাক দিয়েছিলো ভাঙড়ে পাওয়ার গ্রীড বিরোধী আন্দোলনকারীরা। আর সেই মিছিল রুখতেই সকালে পথে পথে অবস্থান নেয় টিএমসি নেতাকর্মীরা।

বৃহঃস্পতিবার পাওয়ার গ্রীড বিরোধী আন্দোলনকারীরা বাইক মিছিল শুরু করতেই পোলেরহাটের অনন্তপুর মোড়ে টিএমসির বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। একপর্যায়ে শুরু হয় সংঘর্ষ। দুপক্ষের তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ভাঙড়।

বিভিন্ন মোড়ে মোড়ে টিএমসি ও আন্দোলনরত কর্মীদের পরস্পর বিরোধী অবস্থানে উত্তেজনা বিরাজ করছে ভাঙড় এলাকায়। কয়েক জায়গায় গুলাগুলি চলছে বলেও খবর দিচ্ছেন, বাংলা এক্সপ্রেস প্রতিনিধি।

এ রিপোর্ট লোখা পর্যন্ত পাওয়া খবর,’ভাঙড়ের মোড়ে মোড়ে দু পক্ষই পরস্পর অবস্থান নিয়েছেন।’

https://youtu.be/j5dOSA0q9OY

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট