মেলব্রনে সর্বোচ্চ; লারাকে ছাপিয়ে ছয়ে কুক


বৃহস্পতিবার,২৮/১২/২০১৭
850

তৌহিদুর রহমান আফনান: অ্যাসেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ২৪৪ রানে করে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানকারীদের তালিকায় শীর্ষ

ছয়ে উঠে এসেছেন ইংলিশ ক্রিকেটার এলিস্টার কুক। এ রানের সুবাদে ৩২ টি শতরানসহ ১১৯৫৪ রান নিয়ে পিছনে ফেলেছেনন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি লারাকে।

গতরাতে সিরিজের চতুর্থ ম্যাচের প্রথম ইংনিসে তৃতীয় দিন শেষে মেলব্রনে ৪৯১/৯ করে ইংল্যান্ড দল। এর আগে নিজেদের প্রথম ইংনিসে ডেভিড ওয়ার্নরের শতরানের উপর ভর করে সব উইকেট খুয়ে ৩২৭ করেছিলো ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও ইতিপূর্বে ৩ ম্যাচ জিতে অ্যাসেজ সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া।

কুকের অপরাজিত ২৪৪ মেলব্রনে গ্রাউন্ডেরও সর্বোচ্চ রান। মেলব্রনে ইতিহাসে এর আগে সর্বোচ্চ রানের মালিক ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ভিব রিসার্ড। ১৯৮৪ সালের ডিসেম্বরে তিনি ২০৮ করেছিলেন।

উল্লেখ্য, টেস্ট ক্রিকেটে সবোর্চ্চ রানের মালিক ভারতীয় কিংবদন্তি শচীন তেন্ডুলকর। ৫৩.৭৮ গড়ে ৫১ সেঞ্চুরিসহ ১৫৯২১ রান রয়েছে তার ঝুলিতে। এরপরেই শীর্ষ পাঁচে রয়েছেন যথাক্রমে অস্ট্রেলিয়ান সাবেক দলপতি
রিকি পন্টিং ( ৫১.৮৫ গড়ে ৪১টি শতরানসহ ১৩৩৭৮),
ক্যালিস ( ৫৫.৩৭ গড়ে ৪৫টি শতরানসহ ১৩২৮৯),
দ্রাবিড় ( ৫২.৩১ গড়ে ৩৬ শতরানসহ ১৩২৮৮),ও
সাঙ্গাকারা ( ৫৭.৪০ গড়ে ৩৮টি শতরানসহ ১২৪০০)।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট