নিজস্ব সংবাদাতা: নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যাবতীয় জল্পনার অবসান করে নতুন দল গড়ার ঘোষণা দিলেন, রজনীকান্ত। রবিবার থালাইভার জানিয়ে দিলেন, ২০২১ সালের নির্বাচনে তামিলনাড়ুর ২৩৪টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে রজনীর নতুন দল। তবে রজনীকান্তের এই সিদ্ধান্তের নেপথ্যে কি বিজেপির মস্তিষ্ক রয়েছে, গুঞ্জন চলছে রাজনৈতিক মহলে।
তামিল সুপারস্টার বলেন, ”আমি পদের লোভে রাজনীতিতে আসতে চাই না। চাইলে ১৯৯৬ সালেই আমি পদ পেতাম। ৪৫ বছরেই যা করিনি, ৬৮ বছর বয়সে কেন করতে যাব?”
”গোটা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। গণতন্ত্রকে দুর্নীতিমুক্ত করাই আমার লক্ষ্য।” জানান রজনীকান্ত। তার মতে,”আগে রাজা বা শাসকশ্রেণি অন্যদেশে লুঠপাট চালাত। এখন নিজের দেশই লুঠছে শাসকরা।”
২০১৯ সালের লোকসভায় কি প্রার্থী হবেন রজনীকান্ত? সুপারস্টারের জবাব, ”এটা ছবি নয়, রাজনীতি। আমাদের পাড়ায় পাড়ায় আগে ছড়িয়ে পড়তে হবে।”
রজনীকান্ত রাজনীতিতে আসার ঘোষণা করার পরই জল্পনা শুরু হয়েছিল। তামিল সুপারস্টারের সঙ্গে নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠতা রয়েছে। সূত্রের খবর, তাঁকে গেরুয়া শিবিরে যোগ দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। রজনীর বন্ধু তথা আর এক সুপারস্টাক কমল হাসান ইঙ্গিত দিয়েছিলেন, বিজেপিতে যোগদান করতে পারেন রজনীকান্ত। সেই জল্পনার অবসান ঘটালেন থালাইভার নিজেই।
HIT Anti Mosquito Racquet | 6 months Warranty | Rechargeable Mosquito Killer Bat with LED Light | Charge Before Use
₹479.00 (as of বৃহস্পতিবার,২৭/০৩/২০২৫ ১৫:২৭ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)Majboor
Now retrieving the price.
(as of বৃহস্পতিবার,২৭/০৩/২০২৫ ১৫:২৭ GMT +05:30 - More infoProduct prices and availability are accurate as of the date/time indicated and are subject to change. Any price and availability information displayed on [relevant Amazon Site(s), as applicable] at the time of purchase will apply to the purchase of this product.)