ফোনের জামানায় নেই গ্রিটিং কার্ডের গুরুত্ব !


রবিবার,৩১/১২/২০১৭
601

কিংকর মণ্ডল:  একটা সময় ছিলো মানুষ, বিশেষ করে যুবক যুবতীরা লাইন দিয়ে গ্রিটিংস কার্ড কিনতো । কিন্তু বর্তমান সময়ে ফেইসবুক,হোয়াটস্যাপ,ও টুইটারের জনপ্রিয়তায় গ্রিটিংস কার্ড দোকান ছাড়া কারও হাতে দেখাই পাওয়া মুশকিল । অন্যান্য ইভেন্টের তুলনায় নতুন বছরের দোরগোড়ায় গ্রিটিংস কার্ডের চাহিদা থাকে অনেক বেশি ।

এখন স্মার্ট ফোনের যুগে গ্রিটিংস কার্ডের প্রচলন নেই বললেই চলে । উৎসব উপলক্ষে পাঠানো যায় নিখরচায় শুভেচ্ছে বার্তা । সেখানে বাজারে যে কার্ড গুলি পাওয়া যায় সেগুলি ৫০ পয়সা থেকে ১ হাজার টাকা । দাম কম বেশি যায় যা হোক না কেন, সময়ের সঙ্গে সঙ্গে কার্ডের আদানপ্রদান প্রায়ই লুপ্ত । স্মার্ট ফোন হাতে পেয়ে দুনিয়া হয়েছে ডিজিটাল সঙ্গে কমেছে লেখার অভ্যাস ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট