দামোদরে স্নান করতে নেমে প্রাণ গেলো ৫ বন্ধুর


মঙ্গলবার,০২/০১/২০১৮
789

নিজস্ব প্রতিবেদক: বছরের শেষ দিন পিকনিক করতে বার্নপুরের ১২ জন যুবক গিয়েছিলেন আসানসোলের হীরাপুরে দামোদর নদের পাড়ে। বিকেলে তাঁদের ৬ জন বন্ধু দামোদরে নামেন স্নান করতে। আর এখানেই বিপত্তি। ঘাট থেকে কিছুদূর এগোতেই তলিয়ে যান ৬ বন্ধু। পাড়ে থাকা বন্ধুদের সহযেগীতায় একজনকে উদ্ধার করা গেলেও ৫ জন থেকে যায় অজানা।

খবর পেতে ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে প্রশাসন। পরে সোমবার সকালে ডুবুরি ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের তৎপরতায় উদ্ধার হন তলিয়ে যাওয়া ৫ বন্ধুর মৃতদেহ।

মৃতদের নাম দেবব্রত রায়, প্রতীক নন্দী, সিন্ধু কাজি, রাহুল দেবনাথ ও পরিচয় চট্টোপাধ্যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘাট থেকে কিছুটা এগোনোর পর আচমকাই একসঙ্গে দামোদরে তলিয়ে যান ৬ জন। পাড়ে দাঁড়িয়ে থাকা বন্ধুরা কোনও মতে একজনকে উদ্ধার করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট