থমথমে ভাঙড়, অশান্তির আশঙ্কা তবুও রোধ করা গেল না অলীকের ঘোষিত সভা


বৃহস্পতিবার,০৪/০১/২০১৮
1036

কাজী হাফিজুল, ভাঙড়ঃ বুধবারের পর বৃহস্পতিবার ও থমথমে দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়। সবারই মনে আশঙ্কার কথা ।সকল বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার ভাঙড়ে পাওয়ার গ্রিড লাগোয়া মাছিভাঙা গ্রামের তপবন মাঠে সভা করার সিদ্ধান্ত নেয় জমি আন্দোলনকারীরা। এই সভা শুরুর আগে নতুন করে ফের উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাঙড়ের বিভিন্ন এলাকায় আজও রাস্তাঘাট ছিল আংশিক অবরুদ্ধ। সভা শুরুর আগেও এলাকায় বোমাবাজি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিন বাইরে থেকে এই সভায় যোগ দিতে আসা বহু মানুষকে বেলঘরিয়া থেকে চিনারপাকে আটকে দেয় পুলিশ প্রশাসন। যদি ও শেষ পর্যন্ত সভা করতে সক্ষম হয় জমি আন্দোলনকারীরা। অলীক চক্রবর্তী বলেন, “মানুষকে নিযে ছিনিমিনি খেলবে না , এছাড়া আগামী পঞ্চায়েত নির্বাচনে কমিটি লড়বে। দেখিয়ে দেবে মানুষ কার সঙ্গে আছে “। বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘সরকার ভাঙড় বাসীর ধৈর্য নিয়ে ছিনিমিনি খেলছে আর নয় অবিলম্বে আলোচনায় বসুন ।”

শিশু নারী আবাল বৃদ্ধ হাজার হাজার গ্রামবাসী উপস্থিত হয় । সভা থেকে তিন কিলোমিটার দূরে ঢিবঢিবা, শামনগর পোলেরহাট অনন্তপুরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা ছিল । অন্যদিকে পালটা সমাবেশ তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে জানানো হয়েছে ৭ই জানুয়ারী পাওয়ার গ্রীড সংলগ্ন এলাকায় হবে বলে জানা যাচ্ছে । জমি, জীবিকা, বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সভায় এদিন ছিলেন অমিয় ভট্টাচার্য , প্রবোধ পান্ডা, মনোজ চক্রবর্তী,নিসা বিশ্বাস, মন্দাকান্তা সেনের মত রাজনৈতিক নেতৃত্ব। এছাড়া ও ছিলেন বহু গন আন্দোলনের নেতা নেত্রীরা ।

https://youtu.be/KxtGIs8w0vY

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট