নিজস্ব সংবাদদাতা: তিন পেসার নিয়ে আজ মাঠে নেমেছেন বিরাট কোহলি। মহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার এবং জসপ্রীত বুমরাহ। এছাড়া দলে একজন মাত্র স্পিনার রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডার হিসাবে দলে নেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে। তবে এই দলে সকলকে প্রায় চমকে দিয়ে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক ফাফ ডু প্লেসি।আজ পাঁচ বোলার নিয়ে খেলতে নেমেছে ভারতীয় ক্রিকেট দল। উইকেটে যথেষ্ট পরিমাণে সবুজ ঘাস রয়েছে।
প্রথম দিনটা। বোলারদের পক্ষেই যাবে, তেমনটাই আশা করা হচ্ছে। এই উইকেটে দ্বিতীয়দিন ব্যাট করার জন্য একেবারে আদর্শ। প্রথমদিনে ফাস্ট বোলাররা নিয়ন্ত্রণ করতে পারে। তবে এই উইকেটে স্পিনারদের খুব একটা ভূমিকা থকবে না বলেই মনে করা হচ্ছে।ICC ক্রিকেট ক্রমতালিকায় শীর্ষস্থানে রয়েছে বিরাট কোহলির দল। ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা, এবার পরিসংখ্যানটা বদলালেও বদলাতে পারে। আজ টেস্ট ক্রিকেটে অভিষেক হয় জসপ্রীত বুমরাহের। তবে ভারতীয় দল রয়েছে পুরানো মেজাজে। সব মিলিয়ে অসাধারন টেস্ট ম্যাচ। তবে প্রোটিয়া বাহীনিকে হারিয়ে ভারত তার বিজয় রথ অব্যাহত রাখতে পারবে। তা সময় বলবে।
Auto Amazon Links: No products found.