লালুপ্রসাদ যাদবের জেল ও ৫ লক্ষ টাকার জ‌রিমানা


রবিবার,০৭/০১/২০১৮
597

সত্য‌জিৎ মন্ডল: লালুপ্রসাদ যাদবের সাড়ে তিন বছরের জেল। সেই সঙ্গে ৫ লক্ষ টাকার জ‌রিমানা। সাজা ঘোষনা করেন রাঁচির বিশেষ সিবিআই আদালত। পশু খাদ্য দেওঘর ট্রেজারি মামলায় এই রায়। ৪ জানুয়ারি রায় দেওয়ার কথা থাকলেও সেদিন তা সম্ভব হয় নি। কিন্তু সেদিনিই আইনজীবিরা অনুমান করেছিলো বিহারের প্রাক্তন্ মুখ্যমন্ত্রীর জেল হতে পারে ৩ থেকে ৭ বছরের। অনুমান মত সাড়ে তিন বছরের জেল হয় আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের। উল্লেখ্য এর আগে একাধিক বার জেল খাটতে হয়েছে লালু প্রসাদকে। কিন্তু সরকারের সঙ্গে সুসম্পর্কে থাকায় জেলে বহাল তবিয়তে সময় কেটেছে। সময় এখন লালুর বিপরীতে। নিজের কোন অনুরোধই এ কদিন কাজে আসেনি কারাগারে। বিজেপি না করাই এমন অভব্য সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ লালু পরিবারের। পাশাপাশি উচ্চ আদালতে যাওয়ার ইঙ্গিতও দিয়েছেন। এখন দেখার একদা প্রাক্তণ রেল মন্ত্রীর পরবর্তি সময় কি ভাবে কাটে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট