ভাঙ‌ড়ে রাস্তায় কাঠের গুড়ি ফেলে ব্যারিকেড করে গ্রামের মানুষ পিকেটিং করছে


রবিবার,০৭/০১/২০১৮
670

সত্য‌জিৎ মন্ডল: আবার পাওয়ার গ্রীড নিয়ে উত্তেজিত ভাঙড়। পাওয়ার গ্রীড রুপায়নের লক্ষ্যে আজ নতুন হাট বাজার নিকট ময়দানে জন সমাবেশ করলেন ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেস। উপস্থিত ভাঙড়ের সকল নেতৃত্ব। আরাবুল ইসলাম যখন অনুমান করছেন জনসমাবেশে ২০-২৫ হাজার মানুষের সমাবেশ হবে। অপরদিকে জমি বাস্তু ও পরিবেশ রক্ষা কমিটি বলছেন সমাবেশ হবে সম্পূর্ণ ফোলাপ। খামার আইট গ্রামে ঢুকে দেখা যাই রাস্তায় কাঠের গুড়ি ফেলে ব্যারিকেড করে থোকায় থোকায় মানুষ পিকেটিং করছে। কারণ জানতে চাইলে গ্রামের মানুষ বলেন আত্মরক্ষার জন্যই আমরা এ ব্যবস্থা করেছি। আজ পুলিশ প্রশাসনের ব্যবস্থা ছিলো চোখে পরার মত।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট