শুভ বিশ্বাস: আজ কেপ্টাউনে ভারী বৃষ্টি পূর্বাভাস ছিল। সকাল থেকে শুরু হয় বৃস্টি। তবে ভারতীয় দল এই টেস্ট এ ভালো জায়গায় নেই। দ্বীতিয় ইনিংসে ভারতের চেয়ে ১৪২ রানে এগিয়ে ছিল দক্ষিন আফ্রিকা। তবে চতুর্থ দিনের খেলার দিকে নজর রয়েছে সবার। সব মিলিয়ে বিদেশী সফরের শুরুতে চাপে টিম ইন্ডিয়া। তবে অন্য দিকে সুত্রের খবর চোট পেয়ে ছিটকে গেছেন তারকা পেসার ডেল স্টেইন।তবে টেস্ট জিতেতে মরিয়া ভারতীয় দল। তাদের দুর্দান্ত পারফরম্যন্স ম্যচের রঙ বদলে দিতে পারে।
বৃষ্টি জন্য ভেস্তে গেল দক্ষিন আফ্রিকার টেস্ট এর ৩ দিন
সোমবার,০৮/০১/২০১৮
1797