জয়ের গন্ধ পাচ্ছে বিরাট বাহিনী


সোমবার,০৮/০১/২০১৮
1919

শুভ বিশ্বাস: কেপটাউন এর টেস্টে প্রথম দিনে মোটেই ভালো জায়গা ছিলনা ভারতীয় দল।তৃতীয় দিনে বৃষ্টি জন্য খেলা বন্ধ ছিল।ফলে বিদেশের সফরের শুরুতে তা বিরাট বাহিনীর কাছে ভালো পুর্বাভাস ছিল না। তবে চতুর্থ দিনে ঝলমলে রোদ ওঠায় বদলে গেল ম্যাচের রঙ। চতুর্থ দিনের খেলার শুরুতে দাপট দেখায় ভারতের পেসাররা।শামি,বুমরাহ,ভুবনেশ্বর এর বোলিং দাপটে কোন ঠাসা দক্ষিন আফ্রিকা।তবে এই টেস্ট এর কোন দল জিতবে তা দেখতে হলে অপেক্ষা করতে হবে আরো কিছুটা সময়।দক্ষিন আফ্রিকা এখনো এগিয়ে রয়েছে ২০৭ রানে।তবে মহম্মদ সামী ও বুমরাহ বোলিং ঝড়ে টেস্ট জয়ের গন্ধ পাচ্ছে বিরাট বাহিনী।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট