পণ না দেওয়ায় অন্তঃসত্বার গায়ে আগুন পলাতক স্বামী ও শ্বশুর


বৃহস্পতিবার,১১/০১/২০১৮
731

কাজী হাফিজুল , ভাঙড়ঃ বছর খানেক আগে ভাঙড়ের কাশিপুর থানার ভূমরু গ্রামের হাসান মোল্লার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় কলকাতার নিমতা র সাবেরা খাতুনের সঙ্গে । দিন যত যায় সম্পর্ক তত গাড়ো হয় । শেষমেশ ঘটা করে বিয়ে ও হয় । বিয়ে পর থেকে শ্বশুর বাড়ি থেকে টাকা আনতে বলে বারবার। বাবা গরীব বারবার আনবো কি করে, বলে নির্যাতিতা।

হঠাৎই গতরাতে স্বামী ও শ্বশুর মিলে সাবেরার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দরজা জানালা বন্ধ করে পালায় । সকালে গ্রামবাসীরা দরজা ভেঙে উদ্ধার করে প্রথমে সহানীয নার্সিংহোম ভর্তি করে, সেখান থেকে রেফার করলে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানান মাস ছয়েক অন্তঃসত্বা আছে । ৯০ শতাংশ পুড়ে গেছে । গ্রামবাসীদের অভিযোগ, এর আগের বৌকেও তাড়িয়ে দিয়েছে ।আর ও নেশা করে ।মেয়ে বাপের বাড়ি লোকেরা কাশিপুর থানার ছেলে ও শ্বশুরের নামে আভিযোগ দায়ের করেছে । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট