সোনারপুরে অনাথ ছাত্রছাত্রীদের অভাবানিও ফালাফাল


সোমবার,১৫/০১/২০১৮
852

 

বাংলা এক্সপ্রেস প্রতিনিধি,সোনারপুরঃ  স্কুলের মেধা তালিকায় প্রথম থেকে নবমে অনাথ ছাত্রছাত্রীদের নাম।অনাথদের এই ফলাফল সকলকে তাক লাগিয়ে দিয়েছে। বাবা ও মা হারা অনাথ ছাত্রছাত্রীরা এমন ফল করতে পারে তা ভাবতেও পারে নি এলাকার মানুষ। সোনারপুরের প্রসাদপুর নবাসনের ঘটনা। অনাথদের এই ফলাফলে আপ্লুত স্কুলের শিক্ষক শিক্ষিকারা। হোম সূত্রে জানা গেছে, হোম থেকে ১৪ জন স্থানীয় স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ত। তার মধ্যে কালিকাপুর রামকমল বিদ্যাপীঠে পড়ত ১৩ জন। আর বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ে পড়ত ১ জন। তারা সকলেই ভাল ফল করেছে। তার মধ্যে রামকমল স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ওঠার মেধা তালিকায় দ্বিতীয় থেকে নবমে অনাথদের নাম রয়েছে। প্রথম ও পঞ্চমে রয়েছে স্কুলের অন্য দুই ছাত্র। বাসন্তী দেবী স্কুলের মেধা তালিকার প্রথমেই রয়েছে অনাথ ছাত্রী সুদেষ্ণা কুলের নাম। সুদেষ্ণা রাজ্যস্তরে বিঞ্জান মঞ্চের পরীক্ষাতেও ৫১ নম্বর স্থানে রয়েছে। সেখানে ওই ছাত্রী ৮৭.‌৫০ শতাংশ নম্বর পেয়েছে। স্কুলেরই শিক্ষক শিক্ষিকারা অনাথ ছাত্রছাত্রীদের এই ফলাফলের প্রশংসা করেন।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট