মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল,বাংলা এক্সপ্রেসঃ নলকুন্ডায় সোমবার নেহরু যুব কল্যান কেন্দ্রে, বহরমপুর(ভারত সরকার) নির্দেশিত সোস্যাল ডে উদযাপিত হলো নলকুন্ডা তরুন ক্লাবের পরিচালনায়, ৩৪ নং নলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ে। এই অনুষ্ঠানে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রীরা কবিতা অববৃতি ও নৃত্য প্রদর্শন করে।আর এই অনুষ্ঠানে লোক ছিলো চোখে পড়ার মতো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩৪ নং প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় সত্যনারায়ন নন্দী মহাশয় এবং আরও সহকারী শিক্ষকবৃন্দ এবং ৪০ নং রামেশ্বরপুর পূঃপাঃ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় সাহিদুজ্জামান সাহেব সহ সহকারী শিক্ষক মন্ডলী,ভাবতা-২ গ্রাম পঞ্চায়েতের মেম্বার লালবানু বিবি, বহরমপুর যুব কল্যান কেন্দ্রের অন্তর্গত বেলডাঙ্গা-১ এর ভলেন্টিয়ার্স অরিন্দম মন্ডল ও পিঙ্কি মন্ডল, এছাড়া অত্র ক্লাবের কতৃপক্ষ সহ সমস্ত সদস্যবৃন্দ।