অশান্ত বাসন্তীতে পথ অবরোধ বিক্ষোভ, উদ্ধার কার্তুজ, গ্রেফতার ৬


শুক্রবার,১৯/০১/২০১৮
1276

বাংলা এক্সপ্রেস প্রতিনিধি, বাসন্তী :তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে আজও অশান্ত বাসন্তী।দোষীদের গ্রেপ্তার দাবিতে পথ অবরোধ এবং পুলিসকে ঘিরে বিক্ষোভ দেখালেন বাসন্তীর হেতালখালি এলাকার বাসিন্দারা। তারা মৃত হাসান লস্করের মৃতদেহ নিয়ে এই বিক্ষোভ দেখান। শুক্রবার সকালে মিলনমোড়ে পথ অবরোধ করে এই বিক্ষোভ দেখানো হয়েছে। গ্রামবাসীদের সঙ্গে পুলিসের আলোচনার পর ওই পথ অবরোধ এবং বিক্ষোভ ওঠে। গ্রামবাসীরা মৃত হাসানের দেহ পুলিসের হাতে তুলে দেয়। পুলিস  দেহ ময়না তদন্তে পাঠিয়েছে। এরপর ওই গ্রামে ঢোকে পুলিস। তারা গ্রামের মধ্যে দুষ্কৃতীদের ছোঁড়া কার্তুজের খোল উদ্ধার করেছে। যারা বৃহস্পতিবার গ্রামে ঢুকে তান্ডব চালিয়েছে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিস। পুলিস ৬ জনকে গ্রেপ্তার করেছে। বাকিদের খোঁজে পুলিস তল্লাসি চালাচ্ছে। আর যাতে অপ্রীতিকর কোন ঘটনা ঘটতে না পারে তার জন্য এলাকায় পুলিস টহল চলছে। এদিকে, বৃহস্পতিবারের ঘটনায় আহত পুলিস কর্মীর অপারেশন করা হয়েছে। তিনি হাসপাতলে ভর্তি রয়েছেন। প্রসঙ্গত, টুসু মেলায় গোলমালকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে বাসন্তীর চারাবিদ্যা পঞ্চায়েতের হেতালখালি গ্রাম। বোমা ও গুলির লড়াইয়ে ২ জন মারা যান। ৬–৭ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। তার মধ্যে একজন পুলিস কর্মীও রয়েছেন।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট