॥ তেইশ স্মরণে ॥


বুধবার,২৪/০১/২০১৮
2440

……রক্তকরবী ॥

সেই তো রক্তক্ষরণে নদী বহতা,
অপ্রেম হতাশা অস্বাধীনতা !

কতটা বারুদ মেশালে বাতাসে
মাটি স্বাধীন হয়…
কতটা বুক চিরলে বেয়নেটে
মাটি ‘মা’ হয় ?!

কালের সিংহাসনে
স্বার্থ মুড়ে গায়ের জোরে,
স্বাধীনতা কোথায়…
তোমার প্রাণের আকাঙ্খায় ?

ভেক তপস্বীর ধর্ষণে
ইজ্জত লুটে মায়ের,
স্বাধীনতা কোথায়…
তোমার আলোর আভায় ?

মানচিত্রের রেখার লড়াই এ
সন্ত্রাস চিরে বিপথে,
স্বাধীনতা কোথায়…
তোমার আজন্ম তপস্যায় ?

ফিরে এসো বীর এ’ বুভুক্ষু প্রাণে
এক চিলতে রোদমাখা উঠোনে ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট