বাংলা এক্সপ্রেস প্রতিনিধি: দীর্ঘ সমালোচনার ঝড় কাটিয়ে ২৫ তারিখ মুক্তি পেল পদ্মাবত। করনি সেনাদের পদ্মাবত ছবির মুক্তি বন্ধের দাবি নাকোজ করে শীর্ষ আদালত। ছবি মুক্তির আগে আবার সামনে এল পদ্মাবতের নয়া প্রোমো। সঞ্জয় লীলা বনশালীর এই ছবিতে রানী পদ্মিনীর চরিত্রে দেখা যাচ্ছে দীপিকা পাডুকন এবং রাজপুত রাজা শাহিদ কাপুর ছাড়াও আলাউদ্দিন খিলজির চরিত্রে দেখা যাচ্ছে রনবির সিং কে।
১৫৪০ সালে লিখিত সুফি কবি মুহম্মদ জয়সির লেখা কবিতা পদ্মাবত থেকে অনুপ্রানিত হয়েই তৈরী করা বনশালির এই ছবি। প্রথমে ছবির নাম পদ্মাবতী থাকলেও করনি সেনাদের চোখরাঙানিতে পরে নাম পরিবর্তন করে করা হল পদ্মাবত। দীর্ঘ বিতর্কের অবসান ঘটিয়ে মুক্তি পাওয়া পদ্মাবত কতটা দর্শকের মনে দাগ কাটতে পারে এখন সেটাই দেখার অপেক্ষা।
Auto Amazon Links: No products found.