অসহায় মায়ের সঙ্গে দেখা করলেন মন্ত্রী রেজ্জাক


বৃহস্পতিবার,২৫/০১/২০১৮
895

কাজী হাফিজুল ভাঙড়ঃ মা আর নেই , কাঁদলে খাবার দিত,খেলনা কিনে দিত , কোলে নিয়ে কত আদর আবদার সেসব আজ আর স্মৃতি হয়ে রয়ে গেছে আকাশের কাছে ।বলছি ভাঙড়ের ঘুনিমেঘী গ্রামের বিনা ঘোষ (গায়েন)র ছেলে আকাশ গায়েন র কথা ।তখন বয়স মাত্র পাঁচ ।চোখের সামনে বাবা আর ঠাকুরমারা মাকে পুড়িয়ে মেরে ফেলার ঘটনা আজও ভাসছে । মা ভারতী ঘোষ আজও মেয়ে কথা ভুলতে পারে না বছর দুয়েক আগে জামাই ও তাদের পরিবার মিলে মেয়েকে পুড়িয়ে মারার কাহিনী।মূল অভিযুক্ত স্বামী বাপ্পা গায়েন সহ অন্যান্যরা জেলে বন্দি আছে ।

সেই ভারাক্রান্ত হৃদয়ে হঠাৎই শনিবার দুপুরে সান্ত্বনা দিতে এলেন রাজ্যের খাদ্য প্রকিয়াকরগ ও উদ্যান পালন মন্ত্রী তথা বিধায়ক আব্দুর রেজ্জাক মোল্লা ।তিনি বলেন, “শান্ত হন আপনার পরিবারের এক জনকে চাকরি সুযোগ করে দেওয়া হবে ।”মেয়ের পরিবার তথা গ্রামবাসীদের দাবী “দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি হোক ।”উপস্থিত ছিলেন স্থানীয় নেত্রী সোমা ষোষ, রিযাজুল ইসলাম প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবগ ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট