বালিরঘাট ব্রিজ ভেঙে প্রায় ৫০ ও বেশি মানুষ জলের তলায়


সোমবার,২৯/০১/২০১৮
793

মোহাঃ বেলাল উদ্দিন মন্ডল,মুর্শিদাবাদ:

করিমপুর থেকে বহরমপুর গামী সরকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বালির ঘাট সেতু থেকে নিচে বিলে পড়ে গিয়েছে। বাসে ষাটজনার মতো যাত্রী ছিল। যার মধ্য থেকে মাত্র চারজন যাত্রী উঠে আসতে পেরেছে। পিছনের একটি বাসচালকের কথায় প্রচন্ড কুয়াশার জেরে ঘটেছে। আবার কারো মতে বাস চালক ফোনে কথা বলার কারনে ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

বালিরঘাটে সকালবেলায় ব্রীজের রেলিং ভেঙ্গে যাত্রীবাহী বহরমপুর মালদা গামী সরকারী পরিবহন নিগম NBSTC  বাস , জলের তলায়। এখনও পর্যন্ত একজন উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে এলাকার মানুষজন।

https://youtu.be/glz9SbK2xd4

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট