অশান্ত ভাঙড়ের গর্ব নির্মল ঘোষ


বুধবার,৩১/০১/২০১৮
572

অশান্ত ভাঙড়ের গর্ব নির্মল ঘোষ
সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়:  ভাঙড় পাওয়ার গ্রিড কে কেন্দ্র করে বেশ অশান্ত।মূহুর্মুহ গুলি ও বোমার আওয়াজে প্রায়ই কেঁপে ওঠে এলাকা। আন্দোলনকারী ও শাসকের সভা পাল্টা সভায় একাধিকবার শিরোনামে উঠে এসেছে ভাঙড়। কিন্তু ভাঙড় মানে যে শুধুই রাজনৈতিক তাপ উত্তাপ নয় তার প্রমাণ রাখলেন লোকসঙ্গীত শিল্পী নির্মল ঘোষ।
        সম্প্রতি দক্ষিণ ২৪ পরগণা জেলা ছাত্র যুব উৎসব অনুষ্ঠিত হয় বিষ্ণুপুরে।সারা রাজ্যব্যাপি ছাত্র যুব উৎসব উদযাপনের অংশ হিসেবে দক্ষিণ ২৪ পরগণা জেলা ও আয়োজন করে ২০১৮ ছাত্র যুব উৎসবের। জেলার ২৯টি ব্লক ও ৬টি পৌরসভা থেকে প্রতিযোগিরা বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। একাধিক বিভাগের মধ্যে অন্যতম ছিল লোকগীতি বিভাগ। এই বিভাগেই ভাঙড়ের নির্মল ঘোষ প্রথম স্থান অধিকার করে নজর কাড়েন।তাঁর বাড়ী ভাঙড় ২ ব্লকের ভোগালি ২ গ্রাম পঞ্চায়েতের বানিয়াড়া গ্রামে। অত্যন্ত দরিদ্র ঘরের ছেলে নির্মলের এই সাফল্যে বেশ খুশি এলাকার মানুষ। দারিদ্রতা তাঁর এগিয়ে যাওয়ার পথে যাতে না বাধা হয়ে দাঁড়ায় সেব্যাপারে ভাঙড় ২ পঞ্চায়েত সমিতি সকল প্রকার সাহায্যের আশ্বাস দিয়েছে। উল্লেখ্য গত বছরও প্রথম স্থান অধিকার করে নজর কেড়েছিল তিনি।
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট