শুরু হল ৪২তম আন্তর্জাতিক কোলকাতা বইমেলা


বুধবার,৩১/০১/২০১৮
4264

সাদ্দাম হোসেন মিদ্দে, কোলকাতা:  শুরু হল ৪২তম আন্তর্জাতিক কোলকাতা বইমেলা।এবছর এই মেলার থিম কান্ট্রি ইউরোপীয় দেশ ফ্রান্স।এবছরই প্রথম সল্টলেকের করুণাময়ী লাগোয়া সেন্ট্রাল পার্কে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা।
        আজ বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় শুভ উদ্বোধন করেন কোলকাতা বইমেলার।উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তাঁর মন্ত্রীসভার অনেক সদস্য।এছাড়াও উপস্থিত ছিলেন কোলকাতায় নিযুক্ত ফ্রান্সের উপরাষ্টদূত ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।  আগামী কাল থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে মেলা প্রাঙ্গণ।এবারের মেলা চলবে ১১ই ফেব্রুয়ারি অবধি।মেলায় আগতদের সুবিধার জন্য মফসসল থেকে করুণাময়ী গামী বিভিন্ন রুটে অতিরিক্ত ২০০ বাস চালানো হবে।শনি ও রবিবার আরো বেশি বাস পথে নামবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট