আজ একই সাথে দেখা যাবে চাঁদের চার রূপ :


বুধবার,৩১/০১/২০১৮
446

৩০শে জানুয়ারি বুধবার;  আজ সন্ধ্যায় হতে চলেছে পূর্ণগ্ৰাস চন্দ্রগ্ৰহণ। সেই সাথে সুপার মুন, ব্লু মুন ও রেড মুনের ও সাক্ষী থাকবে দেশবাসী। বিঞ্জানীদের মতে, চাঁদ যদি তার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর কাছে থাকা কালীন পূর্ণিমা হয় তখন চাঁদকে অন্যান্য পূর্ণিমার তুলনায় আরও বেশি উজ্জ্বল দেখায়।  এই ঘটনাকে সুপার ফুল মুন বলা হয়। আবার একই মাসে দু’বার পূর্ণিমা হলে দ্বিতীয় টীকে ব্লু মুন বলা হয়। ৩০শে জানুয়ারি চাঁদ পৃথিবীর সব থেকে কাছে থাকবে ফলতঃ বুধবারের চাঁদকে সুপার ফুল মুন বলা যেতেই পারে বলে দাবি করেছেন কলকাতার পজিশনাল অস্ট্র‍্যোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন।
Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট