নিজেকে বহিরাগত বলে মনে হয়েছে ‘পদ্মাবত’ এর সেটে, অভিমানী শাহিদ:


বুধবার,৩১/০১/২০১৮
1761

সুস্মিতা সরকার, বাংলা এক্সপ্রেস:  “দীপবীর” জুটির উপর সঞ্জয়লীলা বানসালির আলাদা একটা টান রয়েছে তা “গালিয়োঁ কি রাসলীলা: রামলীলা”র পর “বাজীরাও মাস্তানি”তে পুনঃরায় সেই জুটিকেই কাস্ট করায় সবার কাছে তা পরিস্কার হয়ে যায়। “পদ্মাবত” সেই ধারনাকে আরও দৃঢ় করে দিয়েছে। আর তাতেই ক্ষোভ উগরে দিয়েছেন সিনেমার অন্যতম মুখ‍্যচরিত্র,শাহিদ কাপুর। “পদ্মাবত”এ মহারাওয়াল রতন সিংহের ভূমিকায় অভিনয় করেছেন শাহিদ। একটি সংবাদপত্রে নিজের সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেছেন, “পরিচালকদের ভালোবাসা পেতেই আমি অভ্যস্ত। আপনি যখন কোন টিমে কাজ করছেন, সেখানে নিজেকে বহিরাগত মনে হলে নিজের গন্ডির বাইরে গিয়ে সেরাটা দেওয়া কঠিন হয়ে পড়ে।”
Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট