সৌরভ দাশ,বসিরহাট:
বসিরহাটের টাকি রোডের খাড়িবাড়ি এলাকার এক মাত্র রাস্তার বেহাল দশা দীর্ঘদিন ধরে। প্রশাসন কে জানিয়েও কোনো সুরাহা হয়নি অভাযোগ স্থানীয় দের।আর তাই আজকের এই অবরোধ।
প্রতিদিন অস ্খ্য ছাত্র ছাত্রী, চাকুরীজীবি থেকে ব্যবসায়ী,স্থানীয় মানুুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। রাস্তার বেহাল দশার কারনে প্রতিদিন ই বাড়ছে দূর্ঘটনার সংখ্যা।
রাস্তার সমস্ত খোয়া উঠে মাটি বেরিয়ে পড়েছে। আর সেই জন্য একটু বৃষ্টি হলেই কাদায় ভরে যায় রাস্তা, শুষ্ক সময়ে প্রচন্ড ধুলোয় ভরে যায় রাস্তা সংলগ্ন বাড়ি ও দোকান গুলো।অসুবিধা য় পড়তে হয় বাইক চালক থেকে সাইকেল আরোহী দের।
এই সমস্যার প্রতিকারের দাবি তে আজ এলাকার মানুষ ও ব্যাবসায়ীরা বসিরহাটের খড়িবাড়ির কাছে টাকী রোড অবরোধ করে বিক্ষোভ দেখায়। খবর পেয়ে ঘটনা স্থলে আসে পুলিশ। পরে রাস্তা সারাইয়ের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা।
Auto Amazon Links: No products found.